কাজ হারিয়ে হারেনি তাঁত শিল্পী তারক
জঙ্গলের তাঁবুই যেন ভালোবাসার ঘরসংসার

লিটন রাকিব
লিটন রাকিব - সাহিত্য সম্পাদক
2 মিনিটে পড়ুন
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে অর্থনৈতিক মন্দা চলছে। লকডাউনে কাজ হারিয়ে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে। রাষ্ট্র ও সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করলেও- তা মানুষের প্রয়োজনের তুলনায় নিতান্তই সামান্য। আবার কেউ কেউ এই যৎসামান্য ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রয়ে গেছে। ফলে চরম দারিদ্রতার কবলে পতিত হয়ে বহু মানুষ দুর্দশাগ্রস্থ হয়ে পড়েছে। তাদের কষ্টের সীমা পরিসীমা নেই। এই হতদরিদ্রের মধ্যে একজন ভারতের ধাত্রী গ্রামের তারক বসাক। তার পরিবার এখনো পায়নি কোন ত্রাণ সহায়তা।

লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ সরকারি সাহায্য পেলেও এখনও কোনো সাহায্য পায়নি তারক বসাক এর পরিবার।

ক 1 কাজ হারিয়ে হারেনি তাঁত শিল্পী তারক <br>জঙ্গলের তাঁবুই যেন ভালোবাসার ঘরসংসার
ছবি: সংগৃহীত

তারক বসাক পেশায় একজন তাঁত কারিগর। অর্থনৈতিক মন্দার বাজারে কাজ হারিয়ে হতভাগ্যের তালিকায় যুক্ত হয়েছে তার নাম। যথাসময়ে বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ির মালিক। অগ্যতা তিনি পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নবদ্বীপ ধাম স্টেশনের ৪ নং প্লাটফর্মের পিছনের এক জঙ্গলে। সেখানে তিনি তাঁবু খাঁটিয়ে প্রায় তিনমাস ধরে পরিবারসহ অমানবিক জীবন যাপন করছেন। তার সঙ্গে ওই তাঁবুতেই বাস করছেন স্ত্রী জাহান্নারা ও অবুঝ দুই সন্তান।

জীবন যুদ্ধে হারতে রাজি নন তারেক। জঙ্গলে থেকেই তিনি দিনমজুরীর কাজ খুঁজে বেড়াচ্ছেন। কোন কোন দিন কাজ পান; আবার কখনো জঙ্গলে কাঠ কেটে যা পারিশ্রমিক পান- তাই দিয়েই পরিবার নিয়ে অর্ধাহার-অনাহারে দিনানিপাত করছেন।

- বিজ্ঞাপন -

সুবিধা বঞ্চিত তারকেরাও স্বপ্ন দেখে দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার। এই সময়ে সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে ক্ষুধামুক্ত হতে পারে হাজারও তারক। একদিন অন্ধকার দূর হয়ে যাবে, আলোর মুখ দেখবে পৃথিবী।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
সাহিত্য সম্পাদক
লিটন রাকিব মূলত কবি। সহজ সরল ভাষা ও গভীর জীবনবোধ থেকে উৎসারিত তাঁর সৃষ্টি। ভালোবাসেন অরন্যের মত নির্জনতা। প্রথম কবিতা গ্রন্থ 'ঋতুর দান', ছড়া গ্রন্থ 'ছড়া দিলেম ছড়িয়ে' এবং সম্পাদিত গ্রন্থ 'গ্রামনগর ' এছাড়াও দীর্ঘদিন সম্পাদনা করে আসছেন 'তরঙ্গ ' পত্রিকা। প্রতিষ্ঠা করেছেন ভিন্নধর্মী সংগঠন 'আলোপথ'। তিনি নিয়মিত একাধিক দৈনিক সংবাদ পত্র সহ অনান্য পত্রিকায় লিখে চলেছেন। দেশে বিদেশে একাধিক সম্মানে সম্মানিত তরুন এই কবি ও গবেষক। এছাড়াও তিনি সাময়িকী'র সাবেক সাহিত্য সম্পাদক।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!