মঙ্গলবার প্রেসিডেন্ট ম্যাক্রন দক্ষিণ ফ্রান্সে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি তার বাম গালে চড় মারেন।
ম্যাক্রন লোহার বেড়ার পিছনে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে হাত মেলানোর সময় এক ব্যক্তি তাঁকে চড় মেরে বসেন।
লোকটি খাকি রঙের টি-শার্ট পরে ছিলেন। তিনি “ম্যাক্রন দূর হও” (“A Bas La Macronie”) বলে চিৎকার করেন।
ম্যাক্রনের দুইজন নিরাপত্তা রক্ষী ঐ টি-শার্ট পরা ব্যক্তিকে ধরে ফেলে আর অন্যজন ম্যাক্রনকে দূরে সরিয়ে নিয়ে যান।
দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের পরিচয় জানানো হয়নি।
ম্যাক্রন দ্রম অঞ্চলের রেস্টুরেন্ট মালিক এবং ছাত্রদের সঙ্গে কোভিড পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্পর্কে কথা বলতে গিয়েছিলেন।
তিনি আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনসাধারণের মনোভাব বুঝতে বিভিন্ন অঞ্চল ভ্রমণ করছেন।
স্থানীয় মেয়র, জাভিয়ের অঞ্জলি বলেন, ম্যাক্রন তার নিরাপত্তা রক্ষীদেরকে লোকটাকে ছেড়ে দিতে বলেন।
প্রধানমন্ত্রী জা কাস্তে এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, “গণতন্ত্র শারীরিক ও মৌখিকভাবে কাউকে আক্রমণ করাকে সমর্থন করে না। আমি প্রজাতন্ত্রকে জাগরণের আহ্বান জানাই, আমরা সকলেই উদ্বিগ্ন, আমাদের গণতন্ত্রের ভিত্তি ঝুঁকির মধ্যে রয়েছে।”
ডানপন্থী নেতা মেরিন লো পেন – যিনি প্রায়ই অভিযোগ করেন যে ম্যাক্রন সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর জরিপ অনুযায়ী তিনিই হবেন ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রনের প্রধান প্রতিদ্বন্দ্বী।
তিনি টুইটারে লেখেন, “আমি ম্যাক্রনের ১ নং বিরোধী ব্যাক্তি কিন্তু তিনি দেশের প্রেসিডেন্ট। আমরা রাজনৈতিকভাবে তাঁর সঙ্গে লড়তে পারি। কিন্তু আমরা তাঁর প্রতি সামান্যতম সহিংসতা অনুমোদন করতে পারি না।“