কওমি মাদরাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন সংগঠনটির প্রয়াত আমির শাহ আহমদ শফীর অনুসারীরা।
কমিটিতে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীসহ চট্টগ্রামের ১৪ নেতার ঠাঁই হলেও কমিটিতে আনাস মাদানীর নাম কমিটিতে নেই।
শফীর ছেলে সংগঠনটির সাবেক প্রচার সম্পাদক আনাস মাদানী বলেছেন, আগের মতোই গঠনতন্ত্র ‘লঙ্ঘন’ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। তার সম্মতি ছাড়াই কমিটিতে তার নাম দেওয়া হয়েছে। সবাইকে না জানিয়ে এভাবে কমিটি করা হেফাজতে ইসলামের গঠনতন্ত্রে নেই। এই প্রক্রিয়ায় কমিটি ঘোষণাকে ‘ছেলে খেলা’ আখ্যায়িত করে আনাস মাদানী বলেন, এটা নতুন কিছু না। দেশবাসী আগেও তাদের চালাকি দেখেছে। এখনও জানছে। তারা আমার বড় ভাইকে তারা টেলিফোন করেছিল। উনি সম্মতি দেওয়া ব্যতীত উনাকে কমিটিতে রেখেছেন। উনি তা প্রত্যাখ্যা্ন করেছেন।
এক যুগ আগে প্রতিষ্ঠাকাল থেকেই হেফাজতের আমির ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী, সদস্য সচিব ছিলেন জুনাইদ বাবুনগরী।
এদিকে আল্লামা শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীর হাতে লেখা একটি চিরকুট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই চিরকুটে বলা হয়েছে, ‘যে বা যাহারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারি না এবং আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ তবে এ চিরকুট তার হাতের লেখা কিনা তার সত্যতা পাওয়া যায়নি। তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।