বরিশাল জেলার ১০ উপজেলায় তিন লাখ ছয় হাজার ৪৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার (৫ জুন) বরিশাল জেনারেল হাসপাতাল কেন্দ্রে পক্ষকাল ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
সিভিল সার্জন জানান, ৫ থেকে ১৯ জুন পর্যšত বরিশাল সদরসহ জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে দুই হাজার ৪০টি অস্থায়ী এবং প্রতিটি উপজেলায় একটি অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ মোট দুই হাজার ৫০টি টিকাদান কেন্দ্র করা হয়েছে। মোট চার হাজার ১০০ জন স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই সময়ে ১২ থেকে ৫৯ মাস বয়সের দুই লাখ ৭৩ হাজার ৬৩৬ শিশুকে করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার ২১টি ইউনিয়ন নদী-বেষ্টিত হওয়ায় ওইসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।
সরকারের এই কর্মসূচি বা¯তবায়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব শ্রেণি-পেশার মানুষকে অবহিত করতে মাইকিং করা হয়েছে বলে সিভিল সার্জন জানান।