বরিশালে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
3 মিনিটে পড়ুন
ছবি: এন আমিন রাসেল

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার দূর্নীতি, সংখ্যালঘুদের জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যকলাপ থেকে মুক্তি পেতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাবেক পরিষদের চেয়ারম্যানগণ’রা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান।

বুধবার বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবে এ ব্যাপারে লিখিত পাঠ করেন বানারীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ.এম হাফিজুর রহমান মামুন।

এ লিখিত বক্তব্যে মামুন বলেন, আব্দুল মন্নান বর্তমান সরকারের উন্নয়নের নৌকা প্রতিকের মার্কা নিয়ে নির্বাচনে জয়লাভ করে এখন স্বাধীনতা বিরোধী চারদলীয় জোটের সন্ত্রাসী নেতা কর্মীদের নিয়ে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

তারা আরো বলেন চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা পরিষদের দায়ীত্ব পালনকালে দূর্নীতি, স্বজনপ্রীতি, সংক্ষালঘুদের জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্যকরন, সরকারের সম্পত্তি আত্বসাৎ করার মাধ্যমে আওয়ামী লীগের ভাবমূতি ক্ষুন্ন করে যাচ্ছে।

- বিজ্ঞাপন -

এ ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে তার দূর্নীতির চিত্র তুলে ধরে এলাকাবাসীর পক্ষে লাল হাওলাদার ও হাফিজুর রহমান বাদী হয়ে জেলা প্রশাসক ও এল.জি.ই.ডি বরাবর দুইটি আবেদন দাখিল করেছে।

জেলা প্রশাসকের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক তদন্তে চেয়াম্যানের বিরুদ্ধে দূর্নীতির সত্যতার প্রমান পাওয়ার অভিযোগ এনে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেছেন বলে তারা জানান।

অপরদিকে এলজিইডি কর্তৃপক্ষ তারাও চেয়ারম্যানের দূর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের ভয়ে কেহ সাক্ষী দিতে পারছে না। অপরদিকে কালো টাকার প্রভাবে বিভিন্ন তদন্ত কর্মকর্তাদের কাজে অবৈধ পন্থায় বাধাগ্রস্থ করছেন।

তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে সকল অপকর্ম,ও দূর্নীতির ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য তারা দাবী জানান।

- বিজ্ঞাপন -

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, শ্রমিকলীগ নেতা বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, মিজানুর রহমান মিঠু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেন,৫নং ওয়ার্ড সভাপতি আ.লীগ সদস্য বজলুর রহমান, লালন হাওলাদার ও নুর হোসেন হাওলাদার সহ এলাকার বিভিন্ন সংগঠনের সদস্যগণ।

এ সময় তারা দাবী করে বলেন, এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই আওয়ামী লীগের সক্রিয় ভাবে জড়িত থেকে সরকারের উন্নয়ন ধারার কাজ করে যাচ্ছি।

তারা বলেন আমরা সম্মিলিত ভাবে চেয়ারম্যানের এ সকল দূর্নীতি,ও স্বজনপ্রীতি সহ সংখ্যালঘুদের দেশ ত্যাগে বাধ্য করে যে অপরাধ করেছে; এসব অপরাধের সুষ্ঠু নিরপেক্ষ আইনগত তদন্তের মাধ্যমে আব্দুল মন্নান মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!