টাঙ্গাইলের মোস্তফা কামাল (৩৪) নামের এক দিনমজুরের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত ধর্ষককে আটক করেন। কিন্তু মীমাংসার কথা বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করেন স্থানীয় দুই ইউপি সদস্য বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।গত বুধবার (২৬ মে) বিকেলে সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়,গত ২৬ মে বিকেলে সাড়ে ৪টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে বাড়ির পাশে জঙ্গলে যান। এসময় সেখানে ওত পেতে থাকা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলী বেগমের বাড়ির ভাড়াটিয়া মোস্তফা তার মুখে গামছা বেঁধে তাকে ধর্ষণ করে।একপর্যায়ে ওই তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে মোস্তফাকে আটক করে মারধর করে।খবর পেয়ে নারী ইউপি সদস্য শিউলী বেগম আরেক ইউপি সদস্য বছির উদ্দিনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ছুটে আসে।বিষয়টি মীমাংসার কথা বলে ধর্ষক মোস্তফাকে বাসায় নিয়ে যায় ইউপি সদস্যরা।পরদিন থেকে অভিযুক্তকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।