নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন কোন কর্তৃত্ববলে তার পদে বহাল আছেন- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার ১ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মনজুর নাহিদ ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
অ্যাডভোকেট মো. আরিফ হোসেন বলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করেন রেজাউল করিম নামে এক ব্যক্তি।
রিট আবেদনে বলা হয়, আনোয়ার হোসেন উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সালের ধারা ৮(২)(জ) লঙ্ঘন করে উপজেলা চেয়ারম্যান পদে থাকা অবস্থায় নিজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার ট্রেডার্সের পক্ষে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।