বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ফয়লাহাট বাজারে অবস্থিত উপজেলা বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত ছাত্রদলের আহবায়ক কমিটির রামপাল শাখার সদস্য সচিব রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন, বাগেরহাট জেলা ছাত্রদলের প্রস্তাবিত সহ-সভাপতি তারেক আনাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মারুফ খান, মেহেদী হাসান, ইব্রাহীম আকুঞ্জি, মিলন লশকর, সদস্য আশিকুজ্জামান সুমন, জোবায়ের পরশ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা শেখ এম এ রাসেল, সবুজ শেখ, রওনক ইসলাম শুভ, দিপংকর দাস, বাকিবিল্লাহ, শিহাব,তালহা প্রমূখ।
এ সময় বক্তারা শহীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও অমরকীর্তি শীর্ষক আলোচনা সভায় তার আদর্শ ও চেতানার বিষয়বস্তু তুলে ধরেন। দলকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা ও দেন বক্তারা। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে একই সঙ্গে দেশ ও জাতীকে করোনা মহামারি থেকে রক্ষা করার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।