সিলেটের বালাগঞ্জে শ্রী শ্রী কালীমন্দিরের ভূমি বেদখল থেকে উদ্ধার এবং চিহ্নিত করে দেবার দাবীতে মন্দিরের সামনে কালীবাড়ি বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জড়ো হওয়া সনাতনী জনেরা মানববন্ধনে বক্তারা বলেন-আমরা মন্দিরের জায়গা উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,ভূমিমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল দাবী জানিয়েছি। তারা বলেন-আমরা নিরীহ,আমরা ইতোমধ্যে বালাগঞ্জ নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন জানিয়েছি। আশা করি অচিরেই আমাদের ভূমি ফিরে পাবো।
এছাড়া সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানান,বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুড় ইউনিয়নের কালীবাড়ী বাজারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দির ও শ্রী শ্রী ভৈরব মন্দির অবস্থিত, যা ততকালীন জমিদার ব্যারিষ্টার কৃষ্ণ চন্দ্র পুরকায়স্থ প্রায় ২০০ বছর আগে মন্দিরের জায়গা দান করেন, মন্দিরটি এলাকার বৃহৎ ঐতিহ্য বহন করে আসছে,অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কয়েক শতাব্দী ধরে পূজার্চনা করে অসছেন এই মন্দিরে। বিগত ৫ বছর ধরে উক্ত মন্দিরে বৃহৎ আকারে শ্রী শ্রী দূর্গাপুজা অনুষ্ঠিত হয়ে আসছে, বর্তমান সময়ে মন্দিরের ৪২ শতক ভূমি সরকারের ১নং খতিয়ানের অন্তর্ভূক্ত যা হিন্দু জনসাধারণের ব্যবহার্য হিসাবে উল্লেখিত , উল্লেখ্য যে,বি এস ৪২ শতক ভূমির বেশীর ভাগ জায়গায় বেদখল।
তাই আমরা সনাতন সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ ও এলাকাবাসীর একটাই দাবী যে,মন্দিরের সীমানা নির্ধারণ ও দখলমুক্ত চাই,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা,সরাষ্ট্রমন্ত্রী,আইনমন্ত্রী, ও ভূমিমন্ত্রী সহ দেশ পরিচালনাকারী কাজে নিয়োজিত সর্বমহলের নিকট আমাদের বিনীত নিবেদন,আমাদের শ্রী শ্রী কালীমন্দিরের অন্তর্ভূক্ত বি,এস ৪২ শতাংশ ভূমি সীমানা নির্ধারণ’সহ অবৈদ ভাবে দখলমুক্ত করার জন্য সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের দিকে সংস্লিষ্ট সরকার সহ সকলের হস্তক্ষেপ কামনা করছি।