বিশ্বে এত জন স্ত্রী আর কারও নেই। এক বছরে ১০টি বিয়ে করে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। প্রত্যেক স্ত্রী এখনও তাঁর সঙ্গে একই ছাদের তলায় থাকেন।
মিজোরামের এক অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন জিওনা। জিওনা চানা। ১৯৪৫ সালে যখন তাঁর বয়স মাত্র ১৭ বছর, তখন প্রথমবার বিয়ে করেন তিনি। তার পর একের পর এক বিয়ে করতে করতে এখন পর্যন্ত তাঁর বউয়ের সংখ্যা এসে দাঁড়িয়েছে মোট ৩৯-এ।
জিওনার বাড়িটিও তাঁর সংসারের মতোই বিশাল বড়। তাঁর বাড়িতে ১০০টি ঘর আছে। সেখানে তিনি সবাইকে নিয়ে একসঙ্গেই থাকেন। তাঁর ঘরের পাশাপাশি তাঁর স্ত্রীদের ঘর। কাকে আগে বিয়ে করেছেন সেই অনুযায়ী তাঁরা থাকেন। অর্থাৎ যাঁকে শেষে বিয়ে করেছেন তিনি থাকেন সব থেকে কাছে। আবার যাঁকে প্রথমে বিয়ে করেছেন, তিনি থাকেন সব থেকে দূরে। তবে জিওনার ঘরে যখন তখন যে কোনও বউয়েরই ঢোকার অনুমতি আছে।
জিওনার বাড়িতে তাঁর সব ছেলেরাই নিজেদের স্ত্রী নিয়ে থাকেন। তাঁর পরিবারে সবার আলাদা আলাদা ঘর থাকলেও রান্নাঘর কিন্তু একটাই। মানে, ওই পরিবারের সবার রান্না হয় একসঙ্গেই।
খাবার জন্য তাঁদের প্রতিদিন ১০০ কিলো চাল আর ৭০ কিলোরও বেশি আলু লাগে। আর মাংস হলে তো কথাই নেই। মোটামুটি ৬০ কিলো আলু আর ৪০টির মতো মুরগি রান্না হয়।
জিওনার ছেলেরা কেউ চাকরি-বাকরি করেন না। হয় নিজেদের জমিতে চাষের কাজ, আর তা না হলে পশু পালন করেন।
গত ১৩ মার্চ লন্ডন ওয়ার্ল্ড রেকর্ডে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে জানা যায়, পৃথিবীর সব থেকে বড় পরিবারের প্রধান হলেন জিওনা চানা । তার ৩৯ জন স্ত্রী, ৯৪ জন ছেলেমেয়ে, ১৪ জন পুত্রবধূ এবং ৩৩ জন নাতি-নাতনি রয়েছে।
পৃথিবীর সব থেকে বড় পরিবারের প্রধান হয়েও জিওনা এখানে থামতে চান না। এই খেতাবে তিনি বেশ গর্বিত। তাই তিনি তাঁর পরিবারটিকে আরও বাড়াতে চান।
পড়াশোনার জন্য পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের যাতে বেশি দূরে যেতে না হয়, সে জন্য বাড়ির একদম পাশেই তিনি একটি স্কুল বানিয়েছেন। সেখানে তাঁর ছেলেমেয়ে এবং নাতি-নাতনিরা পড়াশোনা করছে।
এই মুহূর্তে উদ্যোগ নিয়েছেন একটি হাসপাতাল গড়ে তোলার। তাঁর ইচ্ছে, তাঁর বাড়ির লোকেদের শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগারের জন্য যেন অন্য কোথাও যেতে না হয়।
আকারে অত্যন্ত ছোট হলেও তিনি মনে করেন, এই সাম্রাজ্যের তিনিই সম্রাট। তাঁর কথাই শেষ কথা।
আমিও তো কই আমার বিয়া করার জন্য পাত্রি পাচ্ছিনা কেন?! এই বেটাই বোধহয় আমার হবু বউকে জবর-দখল করে নিছে আগেই 🧐😥 সিদ্ধার্থ সিংহ দা এবার আমার কি হবে ?!