ইঁদুরটির নাম— ‘গুস’। এটি শুধু ইঁদুরই নয়, চিত্রকরও বটে! কারণ, তার পায়ে আঁকা প্রথম ছবিটাই বিক্রি হয়ে গেল প্রায় ৯২ হাজার টাকায়৷
ম্যানচেস্টারের ড্রয়লসডেনের ১৯ বছরের এক তরুণ, জেস ইন্ডসেথ ২০১৮ সালে একজন ব্রিডারের কাছ থেকে একটি ইঁদুরছানা কিনে আনেন পোষার জন্য। আদর করে তার নাম রাখেন— গুস। ক’দিন পরেই তিনি টের পান যে, তাঁর অন্যান্য পোষ্য, এমনকী তাঁর আরও যে চার-চারটে ইঁদুরছানা রয়েছে, তাদের চেয়েও এই ইঁদুরছানাটি অনেক শান্ত স্বভাবের।
জেস যেহেতু পেশায় একজন সাঁতার প্রশিক্ষক ছাড়াও একজন চিত্রশিল্পী এবং পশুপ্রেমীও, তাই তিনি যখন আঁকতে বসতেন, তখন তাঁর অন্যান্য পোষ্যদের মতো এই ইঁদুরছানাটিও তাঁর তুলি ধরে টান মারত। রংয়ের প্লেটে এসে উঁকিঝুঁকি মারত। ক্যানভাস বেয়ে তরতর করে উপরে উঠে যেত। তবু উনি বিরক্ত হতেন না।
একদিন তিনি যখন ছবি আঁকবেন বলে মনস্থির করেছেন, ক্যানভাস টাঙিয়ে, রংটঙের প্লেট রেডি করেছেন, ঠিক তখনই তাঁর এক বন্ধু এসে হাজির। ড্রইংরুমে বসে বন্ধুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে আসার পর তিনি যখন ছবি আঁকার জন্য আবার সেই ক্যানভাসের সামনে এলেন, ক্যানভাসের দিকে তাকিয়েই তিনি একেবারে হতবাক হয়ে গেলেন। এই ছবিটা কে আঁকল! অসম্ভব ভাল একটা ছবি। এত সূক্ষ্ম তুলির টান তো তাঁর পক্ষেও দেওয়া সম্ভব নয়! তা হলে কে আঁকল!
তখনই তাঁর চোখে পড়ল সেই ইঁদুরটি। ইঁদুরটির পায়ে নানা রকম রং লাগানো। তার মানে, সে এখানে ছুটোছুটি করেছে। এক-একটা রঙের প্লেটের উপর দিয়ে ছুটে গিয়ে ওই ক্যানভাসে উঠেছে। তাই তার পায়ে লাগা ওই রং আর তার নিজস্ব ঢঙে ছোটাছুটিটাই ক্যানভাসের ওপরে এই অদ্ভুত সুন্দর ছবি ফুটিয়ে তুলেছে।
এর পর থেকে জেস তার পায়ে নানান রং লাগিয়ে দেন। সামনে তুলে ধরেন ছোট্ট ছোট্ট ক্যানভাস। গুস সেই ক্যানভাসে পা দিয়ে আঁচড় কাটে। হেঁটে-চলে বেড়ায়। আর এ ভাবেই তৈরি হয়ে যায় গুসের এক-একটা অসামান্য চিত্রাঙ্কন।
নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার জন্য ম্যানচেস্টারের এই যুবক তাঁর শিল্পকলা ও কারুশিল্পের বেশ কয়েকটি নমুনা রাখেন গুসের সামনে। সেই সঙ্গে রাখেন নানান রকম রং আর কিছু সাদা কাগজ।
ব্যস, গুসও চোখের সামনে মিনি ক্যানভাস আর রং পেয়ে শুরু করে দেয় তার শিল্পকর্ম। ফুটিয়ে তোলে ভিন্ন ধারার চোখ-ধাঁধানো এক-একটি ছবি।
গুসের আঁকা সেই চিত্রকর্মগুলো তাঁকে তো অবাক করেছেই, তাঁর পোষ্য বলে কথা! তিনি তো অবাক হতেই পারেন, কিন্তু যাঁরা সত্যিকারের শিল্পরসিক, শিল্পবোদ্ধা কিংবা চিত্র সমালোচক, তাঁদেরও কি এই ছবিগুলো একই রকম ভাবে মুগ্ধ করবে! তাই সেই ছবিগুলো বিক্রির জন্য একদিন অনলাইনে পোস্ট করলেন জেস। এবং পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অপ্রত্যাশিত ভাবে সাড়া পান তিনি। শুধু তাঁর নিজের দেশ থেকেই নয়, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, এমনকী ফ্রান্সের মতো ছবি-নির্ভর দেশের শিল্পবোদ্ধারাও ওই ছবিগুলো কেনার জন্য যোগাযোগ শুরু করে দেন তাঁর সঙ্গে। দেশ-বিদেশের বহু আর্ট গ্যালারি গুসের ছবি প্রদর্শনী করার জন্য আগ্রহ প্রকাশ করে। আর এটা জানাজানি হওয়ার পর থেকেই গুসের আঁকা ছবির দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। সেই দাম যে কোথায় গিয়ে থামবে কেউ জানে না।