বাংলাদেশের সিলেটে সাড়ে তিন ঘণ্টায় সিলেটে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার (২৯ মে) দুপুর ২টায় সর্বশেষ ভূ-কম্পন অনুভূত হয়। দফায় দফায় ভূ-কম্পনের কারণে সিলেটের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।এত ঘন ঘন ভূ-কম্পন এ অঞ্চলে আগে কখনো অনুভূত হয়নি বলে জানিয়েছেন নগরের খাসদবির এলাকার বাসিন্দারা। আবহাওয়য়া অফিস জানিয়েছে,এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
চার দফায় সিলেটে ভূ-কম্পনের তথ্য নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, সিলেটে চার দফায় ভূ-কম্পন অনুভূত হয়েছে।
ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি।এর উৎপত্তিস্থল সিলেট।তিনি আরও বলেন,প্রথমে ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ এবং ১১টা ২৯ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। এছাড়া দুপুর ২টায় চতুর্থ দফায় আবারও ভূমিকম্প অনুভূতি হয়। সর্বশেষ দফার ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল এখনো জানা যায় নি। তবে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।