নাটোরে করোনা সংক্রমণের হার ৩০ থেকে একদিনে ৪৮ শতাংশ বৃদ্ধি

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

নাটোরে করোনা সংক্রমনের হার ৩০ শতাংশ থেকে শেষ দিনে ৪৮ শতাংশ দাঁড়িয়েছে।মানুষের উদাসীনতায় সংক্রমনের হার বাড়ছে বলে জানান সিভিল সার্জন। আর শতভাগ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য অধিদপ্তর নাটোরসহ দেশের ৩৭টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। হাট বাজার, টার্মিনাল,রাস্তাঘাট কিংবা জনবহুল স্থানে মানুষ স্বাস্থ্য বিধি মেনে না চলায় করোনা সংক্রমনের হার বাড়ছে।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত না থাকলেও আগের ২৪ ঘন্টায় ২৪ জনের নমুনা পরিক্ষা করে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ৯ জনের দেহে। গত ২৪ ঘণ্টায় একশ দশ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জন আক্রান্তের খবর মিলেছে। এরমধ্যে নাটোর সদরের ৪৮ জন।

নাটোর জেলা জুড়ে করোনা ভাইরাসের সংক্রমন থাকলেও নাটোর সদর পৌরসভা এলাকায় এই হার বেশি।মানুষের মাস্ক আর স্বাস্থ্য বিধির নিয়ম নীতি মানতে উদাসীনতাই দায়ী বলে মনে করেন সচেতনরা।স্বাস্থ্য বিধি মানাতে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।

- বিজ্ঞাপন -

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, নাটোরে হঠাৎই করোনা সংক্রমণ বেড়েছে। ৩০ শতাংশ থেকে গত ২৪ ঘণ্টায় আরো বেড়েছে। মানুষকে সচেতন করে তোলার কাজ অব্যাহত আছে।

তিনি আরো জানান, নাটোর জেলায় করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়া ব্যবস্থা নেয়ার পাশাপাশি মাস্ক আর স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান নাটোরের সিভিল সার্জন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোর প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য জনগণকে উৎসাহিত করতে কাজ করা হচ্ছে। এছাড়া ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরো কঠোর অভিযান চালানো হবে বরে জানালেন তিনি।

স্বাস্থ্য বিধি মেনে সচেতনতার সাথে না চললে ভংয়কররুপ নিতে পারে বলে মনে করছেন নাটোর জেলার সচেতন মহল।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!