বাংলাদেশে আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের সব শ্রেণির শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ। দলটির দাবি, বাজেটে সাধারণ মানুষের চিকিৎসা, আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে।
রবিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।
তারা বলেন, বাজেট সমাজের দর্পণ। সমাজ দর্পণে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, সরকারের লক্ষ্য-উদ্দেশ্য বাজেট আলোচনায় উঠে আসে। এই বাজেটে সব সময় গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতকে। কিন্তু শ্রমিকদের নিয়ে বাজেটে খুব বেশি আলোচনা হয় না।