বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি আগামী ১২ই জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বুধবার দুপুরে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান যে. করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি ১২ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
”আমাদের যে পরিস্থিতিআছে মহামারীর, তার সাথে সম্প্রতি ঈদযাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে। কোনো কোনো জেলায় সংক্রমণের হার বেশ বেড়েছে। সে কারণে সবগুলো বিষয় বিবেচনা করেই ১২ই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।”
এই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।