যে ছেলেটি সারাক্ষণ ফেসবুক আর টুইটার করে, তাকে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে মৃন্ময় বলল, অত ভাবছিস কী? খবরটা দ্যাখ। আর চিন্তা নেই। যে ঘুর্ণিঝড়টা এই শহরটাকে উড়িয়ে নিয়ে যাবে বলে সবাই ভয় পাচ্ছিল, এক্ষুনি খবরে বলল, সেই ঝড়টা নাকি বাংলাদেশের দিকে ঘুরে গেছে।
ছেলেটি বলল, সে জন্যই তো মনটা ভাল নেই রে!
— কেন, বাংলাদেশের জন্য?
— না না, বাংলাদেশের জন্য না। আমি ভেবেছিলাম ঝড়টা এই শহরটাকে একবারে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। আমি তার ছবি তুলব, ভিডিও করব আর ফেসবুক টুইটারে একের পর এক পোস্ট করব। প্রচুর লাইক পাব। প্রচুর কমেন্টস… কিন্তু ঝড়টা ঘুরে গিয়ে আমাকে একদম পথে বসিয়ে দিল রে…
অণুগল্প: ঘূর্ণিঝড়
এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়।
আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন