মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামে কোমারডোগা গ্রামে। ঘটনার পর মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করে এবং সম্প্রতি তারা রামদা হাতে নিয়ে নাচানাচি করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হামলায় আহত ব্যক্তি একজন স্থানীয় ব্যবসায়ী এবং তার নাম দেলোয়ার হোসেন। গত ১৭ই মে রাতে চৌদ্দগ্রাম থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।
মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
রামদা হাতে উল্লাস করা দুই যুবক সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহিদী হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)। তারা দেলোয়ারের ওপর হামলা মামলার আসামি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, হিন্দি গানের তালে তালে লুঙ্গি উচিয়ে নাচার পাশাপাশি উল্লাস করতে দেখা যায় ঐ দুই যুবককে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ নাচানাচির ভিডিও দেখে এবং বিষয়টি যাচাই করে মেহেদী হাসানকে গ্রেফতার করি। ঐ যুবক মাদক ব্যবসার সাথে জড়িত। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।