দুই মাস আগে নারায়ণগঞ্জে র্যাবের হাতে ফেনসিডিল ও পিস্তলসহ গ্রেফতার পুলিশের সেই উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ খান পাঠান জামিন পেয়েছেন। গত রোববার (২৩ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিন পান তিনি।
১০ হাজার টাকার বন্ডে আদালত আসামির জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছে সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন।
উল্লেখ্য, গত ২২ মার্চ সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কায়কোবাদ খান পাঠানসহ তিনজনকে আটক করে র্যাব-৩। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল, ২৫ রাউণ্ড গুলি সহ দুইটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছিল। পরে র্যাবের টিআই মোকলেসুর রহমান বাদী হয়ে এসআই কায়কোবাদসহ তিন জনকে আসামি করে সোনারগাঁ থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। সেই মামলায় জামিন পেলেন এসআই কায়কোবাদ খান পাঠান।
তাদেরকে গ্রেপ্তারের পরে র্যাব জানিয়েছিল, আড়াইহাজারের কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) কায়কোবাদ দীর্ঘদিন ধরে নদী পরিবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকাসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার বাঞ্ছারামপুর, হোমনা ও মেঘনা থানাসহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক গড়ে তুলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।