টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ গত দশ ম্যাচে হেরেছে নয়টি, ড্র করেছে একটি। আর তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। এমন অবস্থায় আজ দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা।
দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে ৩ পেসার খেলানোর ভাবনা বাংলাদেশ দলের। লঙ্কানলদের সঙ্গে নিজেদের তুলনায় হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘আমরা দেশে অনেক ভালো খেলি। তবে শ্রীলঙ্কাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। অনেক ভালো কিছু খেলোয়াড় নিয়ে এসেছে ওরা। তারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’
আজকের মূল একাদশে কারা খেলবেন তা সময়ই বলে দিবে। তবুও টাইগার সেরা একাদশ নিয়ে বিচার-বিশ্লেষণ থেমে নেই। কারা খেলতে পারেন আজকের একাদশে। সেটা একটু আলোচনা করা যাক: নিউজিল্যান্ড সফরে ওপেনিংয়ে ভালো করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। তবে তার উপর আস্থা হারায়নি টিম ম্যানজেম্যান্ট। যেকারণে এই সিরিজেও ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে জুটি বাঁধবেন লিটন। তিন নম্বরে কে থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন এই পজিশনে ফিরছেন সাকিব আল হাসান।
চারে যথারীতি দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। পাঁচে কে থাকবেন সে ব্যাপারে নিশ্চিত বলা মুশকিল। তবে ধারণা করা হচ্ছে মোহাম্মদ মিঠুনকে শেষ সুযোগ হিসেবে আবারো দেখা যেতে পারে এই পজিশনে। তবে এই জায়গায় সৌম্যকেও দেখা যেতে পারে। কেননা গতকালের সংবাদ সম্মেলনে টাইগার কোচ জানিয়ে দিয়েছেন পেস অলরাউন্ডার হওয়াতে আগে সুযোগ পেতে পারেন সৌম্য।
ছয়ে থাকবেন যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদ। সাথে লড়াই হবে আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকতের। সে কথা ডমিঙ্গো পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে সুযোগ দেওয়া হতে পারে মোসাদ্দেককেই। আট নম্বরে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। নয়ে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরতে পারেন।
সূত্র: নিউজ ২৪