পটুয়াখালীতে বিয়ের দাবীতে পাঁচ সন্তানের মায়ের অনশন

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
2 মিনিটে পড়ুন
মুক্তা বেগম। ছবি: সাময়িকী

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে মুক্তা বেগম (৩৫) নামে পাঁচ সন্তানের এক জননী।

এ ঘটনা প্রকাশের পর থেকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের মৃধা বাড়ীতে উৎসুক মানুষে ভীড় জমে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয় কোন অভিযোগ পাইনি, আমি এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

স্থানীয়রা জানান, স্বামীর চট্টগ্রামে চাকুরির সুযোগে প্রতিবেশী দলিলউদ্দিনের ছেলে রুবেল মৃধার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে মুক্তা। রুবেল পটুয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী।

- বিজ্ঞাপন -

রুবেল-মুক্তা ওই ইউনিয়নের আমতলা বাজারের ভাড়া বাসায় একই সাথে বসবাস শুরু করেন। এতে মুক্তা গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু রুবেলের অনুরোধে দুই মাসের
ভ্রুন নষ্ট করে দেয় মুক্তা।

এরপর সম্পর্কের সূত্র ধরে বুধবার রুবেল মৃধা’র বাড়ীতে অবস্থা নিয়ে মুক্তা অনশন শুরু করে। এসময় সে রুবেলের পরিবারের কাছে মুক্তা বিয়ের দাবি জানায়।

এসময় রুবেল মৃধার পক্ষ নিয়ে মুক্তা ও তার স্বামী সবিরকে ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম ভয়-ভীতি দেখায়।

পরদিন সকালে রুবেল মৃধার বাড়ীতে গিয়ে মুক্তার স্বামী সবির স্ত্রীকে নিজ বাড়ীতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়।

এরপর থেকেই মুক্তা নিখোঁজ হয় বলে দাবি করেন স্থানীয়রা। এরপর উধাও হয় প্রেমিক রুবেল মৃধাও।

- বিজ্ঞাপন -

রুবেলের মা রোমেনা বেগম বলেন, ছেলেকে ওই পথ থেকে ফিরে আসতে অনুরোধ করেছি, কিন্তু শোনেনি।

এ প্রসঙ্গে যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন-আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। এ বিষয় আমি কিছুই জানিনা ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!