প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তার প্রতিবাদে সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির হয়েছেন বরিশালের গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (২০মে) সকাল ১১টায় বরিশালের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের উদ্যোগে সেচ্ছায় আত্মসমর্পনের আবেদন নিয়ে বরিশাল কোতোয়ালি থানায় হাজির হন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, এম.আর মন্টু,খান রুবেল, কেএম নয়ন,শামীম আহম্মেদ, মারুফ হোসেন, এম.কে রানা,মুশফিক সৌরভ, তন্ময় তপু, মজিবর রহমান নাহিদ, আমিনুল শাহীন, হাসান রিমু, সাংবাদিক জুবায়ের ইসলাম প্রমুখ।
বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান জানান, সাংবাদিক রোজিনা ইসলাম যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছেন আমরাও সেভাবে তথ্য সংগ্রহ করি। তিনি যদি অপরাধী হন তাহলে আমরাও একই অপরাধে অপরাধী। তাই আমরা সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির হয়েছি।
গণমাধ্যমকর্মীদের কথা শুনে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, কোন নাগরিক অপরাধী না হলে সেচ্ছায় আত্মসমর্পনের কোন বিধান নেই।
তখন গণমাধ্যর্মীরা তাদের গণস্বাক্ষরিত আবেদন ওসির হাতে তুলে দেন।