প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে বৃহস্পতিবার সকালে ও দুপুরে বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে পৃথক ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এবং গণনাট্য সংস্থা জেলা শাখা।
বরিশাল মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদা, সাধারন সম্পাদিকা পূস্প রানি চক্রবর্তী, প্রভাষক টুনু রানি কর্মকার, আফ্রিদি ইসলাম, শিউলি সাহা,জাগো নারী সম্পাদক গোপাল সরকার ও উন্নয়ন কর্মী শওকত আলি বাদল প্রমুখ।
এসময় বক্তারা বলেন,আগে সেই দূর্নীতিবাজ স্বাস্থ্য মন্ত্রালয়ের দূর্নীতি পরায়ন অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে এদেশের সাধারন মানুষের টাকা লুঠপাট করে বিদেশে বাড়ি নির্মান করে।
অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহন করা নাহলে আগামী আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।
অন্যদিকে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ এবং নির্যাতনকারী অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে প্রতিবাদ সভা করেছে গণনাট্য সংস্থা বরিশাল জেলা কমিটি।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়। গণনাট্য সংস্থার সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি উপাধাক্ষ হারুন অর রসিদ, জাফর আহমেদ তালুকদার, অধ্যাপক বিরেরন রায়, মাহবুব আলম, দুলাল মজুমদার, আবুল কালাম আজাদ ও সোহেল আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃর্ত তথাকথিত মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে।
তারা সরকারের গদি রক্ষার করার জন্য গণমাধ্যম কর্মীদের কন্ঠরোধ করা অবৈধ ডিজিটাল কালো আইন বাতিল করার আহবান জানান।