হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ এম এ আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
2 মিনিটে পড়ুন
ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের ভৈরবের একটি মাজার থেকে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ১৬ই মে প্রকাশ্যে শাহিনকে হত্যার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর পল্লবীতে শাহিন উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী ও সাবেক সাংসদ এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম ।

এম এ আউয়ালকে গ্রেপ্তার প্রসঙ্গে খায়রুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার ভোরে নরসিংদীর ভৈরবে অভিযান চালিয়ে সাবেক এই সাংসদকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি। এ মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, আজ বিকেল চারটায় সংবাদ সম্মেলনে এম এ আউয়ালকে গ্রেপ্তারের বিস্তারিত জানানো হবে।

এ প্রসঙ্গে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, শাহিন উদ্দিন হত্যা মামলাটি গতকাল বুধবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় পল্লবী থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাংসদ এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জমি নিয়ে বিরোধের জেরে সাহিনকে হত্যা করা হয়েছে।

- বিজ্ঞাপন -

এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এবং হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি।

উল্লেখ্য, গত ১৬ মে বিকালে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে শাহিন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঐ ঘটনায় নিহতের মা পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, সেখানে প্রধান আসামি করা হয় আউয়ালকে।

মামলায় বাদী অভিযোগ করেছেন, পল্লবীর আলীনগর এলাকায় তাদের প্রায় ১০ একর জমি জবরদখলের পাঁয়তারা করছিল আসামিরা। এর জের ধরেই তারা তার ছেলেকে হত্যা করেছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!