বাগেরহাটের রামপালের কৈগরদাসকাঠী এলাকায় অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৩ রাউন্ড তাজা গুলি ও ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-০৬। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
র্যাব-৬ (খুলনা) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে রামপাল উপজেলার কৈগরদাসকাঠী গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা ওই এলাকার জনৈক নুরুল শেখের বসত বাড়ীর দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করে অভিযানকারীরা। গ্রেফতারকৃতরা হলো কৈগরদাসকাঠী গ্রামের মৃত মালেক শেখের ছেলে মোঃ মিকাইল শেখ (২৬) ও একই এলাকার হায়দার শেখের ছেলে বেল্লাল শেখ। এ সময় তাদের কাছ থেকে দেশী তৈরী দুইটি পাইপগান, তিন রাউন্ড তাঁজা গুলি ও দুইটি ধারালো অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপাল থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো।