স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রীবাহি নৌযান চলাচলের দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখা। আজ বেলা ১১টা থেকে নদীবন্দরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশ ও মিছিলের উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি আবু সাঈদ, একিম আলী মাস্টারসহ নৌযান শ্রমিকরা।
কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এখনে বক্তারা বলেন, প্রায় দুই মাস ধরে লকডাউনের কারণে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ মালিকরা শ্রমিকদের ছুটিতে পাঠিয়েছে। তবে বেতন ভাতা না দেয়ায় পরিবার নিয়ে ঈদ করতে পারেনি তারা। এছাড়াও প্রধান মন্ত্রীর অনুদানের জন্য তালিকা দেয়া হলেও এখন পর্যন্ত নৌযান শ্রমিকরা কোন অনুদান পায়নি। তাই অবিলম্বে নৌযান চালু করার দাবী করেন।