চট্টগ্রামের সীতাকুন্ডে সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার হিন্দু ত্রিপুরা জনগোষ্ঠীদের নিজ ভূমি থেকে উচ্ছেদের অভিযান চলছে বলে অভিযোগ উঠেছে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রি লিমিটেড বিরুদ্ধে।
গত ২দিন আনসার সিকিউরিটি বাহিনী রাইফেলের নল ঠেকিয়ে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে ওই এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোকে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল খায়ের গ্রুপের ফ্যাক্টরী থেকে ২কিঃমিঃ দূরে ত্রিপুরা পাড়ার দীর্ঘদিন ধরে ৭০টি পরিবার পরিজন নিয়ে বাস করেন। বিনানুমতিতে সরকারি ভুমি জবরদখল এবং বসতবাড়ি উচ্ছেদসহ সেখানকার ত্রিপুরাদের নানা প্রকার ভয় ভীতি প্রদর্শন করে হুমকি প্রদান করা হচ্ছে। এছাড়াও ত্রিপুরা পাড়ার চতুর্দিকে তারকাঁটা্র বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টাও অব্যাহত রয়েছে ফ্যাক্টরীর কর্তৃপক্ষ।
স্থানীয়রা আরও জানান, আবুল খায়ের গ্রুপের নিজস্ব নিরাপত্তা বাহিনীরা স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীদের অস্ত্র তাক করে এবং স্থানীয় প্রভাবশালী স্থানীয় গুন্ডাদের দিয়ে জোর পূর্বক সেখান থেকে অনত্র চলে যেতে বাধ্য করা হচ্ছে বলেও।
আবুল খায়ের গ্রুপের জোরপূর্বক ত্রিপুরা জনগোষ্ঠীর জমি দখলের চেষ্টাকে তীব্র নিন্দা, ক্ষোভ এবং প্রতিবাদ জানান সচেতন মহল। এছাড়াও তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেন।