পটুয়াখালীর গলাচিপায় সন্তানকে ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে সহিংস ঘটনা ঘটে গেছে। এ নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামে। গুরুতর আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামের বাদল হাওলাদারের ৬ বছরের ছেলে লিমন মিয়াকে ঈদে নতুন জামা কিনে দিতে পারেনি। এ নিয়ে চানরাতে স্ত্রী লুৎফা বেগমের সঙ্গে বাদলের ঝগড়া হয়। পরেরদিন সকালে লুৎফা মোবাইল ফোনে তার ভাইদেরকে জানায় এবং ডেকে পাঠায়। এরপরে ভাইয়েরা এসে বাদলসহ বাড়ির অন্যান্য সদস্যদের মারধর করে। এতে আহত হয় বাদল (৩৫), লুৎফা (৩০), ফকু হাওলাদার (৪০), আবুল কাশেম (৫৫), মিন্টু হাওলাদার (২৬), রাসাদুল (৩০), সোহাগসহ (২৫) ১০ জন আহত হয়।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।