আপনজন ছাড়া বৃদ্ধাশ্রমে কেমন কাটছে বয়স্ক নারী-পুরুষদের ঈদ! – এ বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও প্রতিবেদন তৈরির জন্য শুক্রবার পাইকপাড়ার বৃদ্ধাশ্রমে যান ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মী। একপর্যায়ে সেখানে সাংবাদিক মাঈন উদ্দিন আরিফ ও তানভীর আহাম্মেদের দিকে তেড়ে আসেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দার। তিনি সাংবাদিকদ্বয়কে অকথ্য ভাষায় হেনস্তা করেন। এমনকি হাতও তুলেছেন বলে অভিযোগ করেছেন তারা। তার ব্যবহারে তানভীর আপত্তি জানালে তাকে ধাক্কা দেওয়ায় ক্যামেরা ও মাইক্রোফোন মেঝেতে পড়ে ক্ষতিগ্রস্ত এবং ব্যবহারের অনপুযোগী হয়ে পড়েছে।
ইত্তেফাক অনলাইন সংবাদ মাধ্যমে জানা গেছে, আজ দুপুরের এই ঘটনায় ইত্তেফাকের সংবাদকর্মী মাঈন উদ্দিন আরিফ ও ক্যামেরাপারসন তানভীর আহাম্মেদ রাজধানীর মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।
হামলায় ইত্তেফাকের অনলাইন বিভাগের দুইজন সংবাদকর্মী চোট পেয়েছেন। এছাড়া তাদের হাতে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সংবাদকর্মীর ওপর এই হামলা চালিয়েছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দার বলে জানাগেছে।
সংবাদকর্মী মাঈন উদ্দিন আরিফ জানান, ‘বৃদ্ধাশ্রমটির কর্মকর্তাদের অনুমতি নিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে সেখানে ক্যামেরাপারসন নিয়ে গিয়েছিলাম। সংবাদ সংগ্রহের একপর্যায়ে বাইরে থেকে এসে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দার হঠাৎ আমার পাঞ্জাবির কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। আমার সহকর্মী তানভীর আহাম্মেদ এগিয়ে এলে তার ওপর চড়াও হন লিটন সমাদ্দার। তাকে ধাক্কা মেরে ক্যামেরা, মাইক্রোফোনসহ বিভিন্ন যন্ত্রাণুষঙ্গের ক্ষতিসাধন করেছেন তিনি। আমরা ইত্তেফাকের সংবাদকর্মী পরিচয় দেওয়ায় তিনি ঐতিহ্যবাহী এই সংবাদপত্র নিয়ে অকথ্য ভাষায় কথা বলেন।’
আরিফ ও তানভীর জানান, বৃদ্ধাশ্রমের অন্য কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে লিটন সমাদ্দারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও লিটন সমদ্দার বারবার দুই সংবাদকর্মীর দিকে তেড়ে আসেন। মোবাইল ফোনে ঘটনার কিছু মুহূর্ত ধারণ করতে পেরেছেন তানভীর আহাম্মেদ।
এ সময় বৃদ্ধাশ্রমে ছিলেন বেসরকারি একটি টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন লিটন সমাদ্দার।
ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হক জানান, ‘আমাদের দুই সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ নিন্দনীয়। তাদের ওপর হামলার ঘটনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি আমরা।’