অবশেষে করোনা টিকা নিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসাস।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আজ এক বার্তায় এ কথা নিশ্চিত করেন এবং সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।
তিনি টুইট করেছেন, ‘আজ আমি করোনার বিরুদ্ধে ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন জীবন বাঁচায়। আপনি যে দেশে আছেন, সেখানে যদি ভ্যাকসিন পাওয়া যায় তাহলে ভ্যাকসিন নিয়ে নিন।’
Today it was my turn to get vaccinated @Hopitaux_unige against #COVID19. Vaccines save lives. It’s critical to get them to all counties A.S.A.P. If like me you live in a country where vaccines are available, please get vaccinated when it’s your turn. pic.twitter.com/ioNMLH5TW9
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) May 12, 2021
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে গত বছরের ১১ মার্চ এটিকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বর্তমানে সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৬১৬। এর মধ্যে ৩৩ লাখ ৪৫ হাজার ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৩ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৫১৮ জন। এ বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের মোট ২১৯টি দেশের মানুষ আক্রান্ত হয়েছে।