রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন মারা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গেছে।
বিবিসির সংবাদ সূত্রে জানা গেছে, মুসলিম প্রজাতন্ত্রের তাতারস্তান মস্কোর প্রায় ৮২০ কিলোমিটার (৫১০ মাইল) পূর্বে অবস্থিত স্কুল শিক্ষার্থীদের উপর এলোপাথারী গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। এই স্কুলে হামলার পরে এক কিশোরকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই হামলা করেছে তা জানা যায়নি।
স্কুল শিক্ষার্থীদের উপর এই হামলাকে একটি “ন্যাক্যারজনক ট্র্যাজেডি” হিসাবে উল্লেখ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতারস্তানের রাষ্ট্রপতি রুস্তম মিন্নিখানোভ।
উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, এসময় বিকট শব্দে বিস্ফোরণও ঘটিয়েছে তারা। ঘটনা এক শিক্ষক ও ১০জন শিক্ষার্থীসহ ১১ জন নিহত হয়েছে। অজ্ঞাত দুইজন বন্দুকধারী স্কুলে হামলা চালিয়েছে।
আইনশৃংখলা বাহিনী জানায়, ১৯ বছর বয়সী একজন বন্দুকধারীকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। অপরজন এখনো স্কুল প্রাঙ্গণে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই হামলার সঠিক কারণ জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কিছু শিশু জানালা থেকে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর ধরে রাশিয়ায় বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষার্থীদের দ্বারা বেশ কয়েকটি সহিংস হামলার ঘটনা ঘটেছে হয়েছে।