পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। আজ রবিবার বেলা এগারোটায় লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয় জেলেরা। মাছটি দেখে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌর সভার কর্মকর্তাদের খবর দেন তারা।
স্থানীয়রা জানান, মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারনে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, কুয়াকাটায় মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারনে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোষ্টমর্টেম করার চেষ্টা করা হবে। তবে যদি মাছটির অবস্থা বেশি খারাপ হয় তাহলে ডলফিনটি মাটি চাপা দেয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক মৃত শুশুকটিকে বালু চাপা দেয়ার উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন।