চন্দ্রিমা, তোমার কী মনে পড়ে
ঈদের চাঁদ দেখার স্মৃতি ,
ছাদের কোণে দাঁড়িয়ে তীর্থের কাকের মতো
আকাশ পানে চার চোখে তাকিয়ে থাকতাম,
কখন এক ফালি বাঁকা চাঁদ আকাশ ফুঁডে হাসবে,
প্রতীক্ষার প্রহর শেষে তুমি হয়ে যেতে ঘাস ফড়িং
খুশিতে উড়ছো তো উড়ছো ……..।
পটকার বিকট শব্দে থমকে যেতে
আশ্রয় খুঁজতে আমার লোমশ বুকে।
লজ্জা পেয়ে চাঁদটা লুকাতো মেঘের আড়ালে,
খাঁচার পাখিটা খুশে ডানা ঝাপটাতো।
তোমার কী মনে পড়ে চন্দ্রিমা?
তুমি কি আজো ঈদের চাঁদ দেখার প্রতীক্ষায় থাকো?
আমি তোমার প্রতীক্ষায় আছি চন্দ্রিমা
তোমার নরম কাঁধে হাত রেখে ঈদের চাঁদ দেখবো ………।
তুমি কি আসবে চন্দ্রিমা ঈদের চাঁদ দেখতে?
তুমি কি আসবে চন্দ্রিমা!
এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক- ছড়াকার, আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন