গত ২৮শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় পুলিশের গাড়ীতে (এপিসি) পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের মূলহোতা জাকারিয়া আহমেদ প্রীতমকে গাজীপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জাকারিয়া আহমেদ প্রীতম সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিমপাড়া মৃত নাছির উদ্দিনের ছেলে।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া আসামী জাকারিয়া আহমেদ প্রীতম পুলিশের এপিসি’তে অগ্নিসংযোগ করে এবং পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়। সে গাজীপুরে একটি ভাড়া বাসায় ছিলেন এবং সেখানে গুলিবিদ্ধ পায়ের চিকিৎসা করাচ্ছিলেন। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বরোড এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে প্রীতম।
গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।