সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে মাত্র একটি ফোন কলেই মিলছে জরুরি স্বাস্থ্য সেবা ও ত্রাণ সামগ্রী। জাতীয় কলসেন্টার ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলেন নাটোর সদরের ৪২ জন দুস্থ মানুষ।
আজ ৭ মে শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে আবেদনকারীরা ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা চান।
নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, যাচাই বাছাই করে ৪২ জন বিভিন্ন শ্রেণি পেশার দুস্থ অসহায় গরিবদের মধ্যে ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ২ প্যাকেট সেমাই এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়েছে।