বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ ‘মানবতার বাজার’ চালু হয়েছে।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রথম ধাপে তিনশত রিক্সাশ্রমিকদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। মানবতার বাজার থেকে চাল, ডাল, তেল, চিনি, দুধ সেমাইসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী জানান, করোনার প্রথম ঢেউ মোকাবেলায় বাসদ এর পক্ষ থেকে প্রায় ২০হাজার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল। এবারে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়ার লক্ষে মানবতার বাজার চালু হয়েছে।
আয়োজকরা জানান, জনগনের সহায়তা নিয়ে এই মানবতার বাজার ঈদ পর্যন্ত চলবে। এই সহায়তা কার্যক্রমে যে কেউ অংশ নিতে পারবে।