সবটাই কল্পনা
ছেঁড়া ঘুড়ি ঝুলছে কার্নিশে,
দেয়ালে কাঁটাতারের বেড়া,
নাটাইয়ে শিশুর রক্ত,
নতুন করে সুতোয় মাঞ্জা দেওয়া।
ভাঙানৌকা,ছেঁড়াপাল,
উজান নদী,ঝড়-বাতাস,
নৌকা টালমাটাল,
শক্ত হাতে ধরে মাঝি হাল।
ফুটো চাল,অঝোর বর্ষা,
মেঘলা আকাশ ঢেকেছে তারা,
পাশ ফিরে ঘুমায় একাকী বঁধুয়া,
জ্যোস্নার অপেক্ষায় লক্ষ্মীপেঁচা।
ন্যাড়াগাছ, শ্যাওলাধরা ঘাট,
উজাড় বন,দখল জঙ্গল,
নির্বাসনে ডাহুক,পানকৌড়ি
ফিরে আসুক অরণ্যের দিনরাত্রি।
মাঠ ভরা সর্ষেফুল,দর্শনার্থীর ভিড়,
ক্যামেরার আলো,অপূর্ব সব ছবি,
কৃষকের আহাজারি,
বন্ধ হোক আবেগের বাড়াবাড়ি।
কংক্রিটের রাস্তা,ভারী যানবাহন,
গরম পিচ,পায়ে জুতা,
চাপা পড়েছে সবুজ ঘাস,
নব আনন্দে সাজবে প্রকৃতি।
উধাও জলাশয়,বিপন্ন মাছ,
ইঞ্জিন চালিত জলযান,
রাক্ষুসে মাগুরের উল্লাস,
বন্ধ হবার অপেক্ষায় শান্ত শুশুক।