– হোসনে আরা জেমী
আমি জানি আমার অতীত,
অজানা নয় বর্তমান ও ভবিষ্যৎ
একদিন আমি চলে যাবো।
পৃথিবীর স্তিমিত চোখের কোটরে
ভালোবাসা থেমে যাবে সময় ঘড়িতে।
মেঘের আর্তনাদ আছড়ে পড়বে শার্শিতে
প্রজাপতি উড়বে ফুলেদের শাখা-পল্লবে।
নায়াগ্রা জলপ্রপাতের জলনিনাদ
গভীর থেকে আরও গভীরতর হবে।
জোছনা-জলে অবগাহন থেমে যাবে
অবাক চেয়ে থাকবে বহমান প্রকৃতি।
ঊষার আলো ফুটবে শাপলা বিলে
পানকৌড়ির ডুব সাতারে
বেগুনী আভার ছাঁয়ে
আবার হতে চাই কোনো গ্রাম্য কিশোরী।
যেতে যেতেও থেকে যেতে চাই।
চলে যাওয়াই সত্য, এছাড়া চিরন্তন কিছু নাই।
জেমী, টরেন্টো, কানাডা, মে ৬, ২০২১