মফস্বঃল শহরের অলিগলি, গ্রামের ঝোপঝাড়, রাজধানীর রাজপথ,
কোথাও দেখা মেলেনি তার।
কোথায় হারিয়ে গেল কে জানে?
মানুষের মুখের বলিরেখায়,সুমিষ্ট রসাল ফলের অন্দরে,
অধিক উর্বরশীল শষ্যক্ষেতে,পুকুরে ইলিশ চাষের প্রকল্পে,
খুঁজে ফিরি তাকে।
অসুখে ওষুধে,ডাক্তারে শিক্ষকে ,মন্দিরে মসজিদে,
সম্পর্কে,ভালোবাসায়,
বন্ধুত্বে,স্নেহে, মায়া- মমতায়,
খুঁজে পাওয়া যায়নি তাকে।
বাউলের সুরে,শিল্পীর তুলিতেও লেগেছে ভেজালের চকমকি আলো,
আকাল পড়েছে মায়ের গর্ভধারণেও।
পাওয়া যায় ভাড়াটে মাতৃ গর্ভাশয়,
সেলফি,ফেসবুক সেখানেও নাকি ফেক এর আধিপত্য।
অণুবীক্ষণে,দূরবীক্ষণে চোখ লাগিয়েও,
দেখা মেলেনি সততার।
সততার খোঁজে
এই নিবন্ধটি শেয়ার করুন
কবি ও লেখক
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন