গত রবিবার (২রা মে) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার গ্রামে গভীর রাতে এক বিধবা নারীকে (৪৬) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার ওই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
নির্যাতিত নারীর পরিবার থেকে জানা গেছে, কয়েক মাস আগে নির্যাতনের শিকার ঐ নারী বিধবা হন। এরপর থেকে তিনি ছেলে ও ছেলের বউকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী সেহরির রান্নার জন্য ঘুম থেকে উঠে। এরপর তিনি শৌচাগারে যান। সেখান থেকে আঙিনায় ফেরার সময় প্রতিবেশি পাঁচজন ব্যক্তি তার হাত-মুখ বেঁধে ফেলে। পরে মুখে কাপড় গুজিয়ে তাকে পাশের বাঁধে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সকাল বেলা স্থানীয় লোকজন বাঁধের পাশের জমিতে ঐ নারীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার মুস্তাফি বলেন, রোগীর চিকিৎসা চলছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।