বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের রুটি রুজির নিশ্চয়তা চাইলেন বরিশালের সাংবাদিকরা।
এসময়ে তারা ডিজিটাল সিকিউরিটি এ্র্যাক্ট বাতিল, গণমাধ্যম সুরক্ষা আইন পাশ ও ওয়েজবোর্ড মফস্বলের সাংবাদিকদের জন্য সমান হারে প্রদানের দাবী জানান।
৩রা মে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টারস ইউনিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবী জানান।
কোভিড -১৯ সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে বরিশাল রিপোটারস ইউনিটি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাস। বক্তব্য রাখেন সাংবাদিক সুশান্ত ঘোষ, মোহম্মদ আলী খান জসীম, গাজী শাহরিয়াজ, কামরুল আহসান, মিথুন সাহা প্রমুখ।
সভায় সকল বক্তাই বলেন, সাংবাদিকদের স্বাধীনতা বার বার বিপন্ন হচ্ছে। শুধুমাত্র প্রভাবশালীদের কারনে বা ডিজিটাল সিকিউরিটির কারনেই নয়, সাংবাদিকরা সব উদ্যোগেই এখন সকল বিষয়ে লেখেন না। এরই সাথে যুক্ত হয়েছে সাংবাদিকদের অর্থনৈতিক পরিস্থিতি। এর ফলে এ পেশায় আগ্রহ ও আকর্ষণ হারাচ্ছে। একটি বৈরী পরিবেশে সাংবাদিকদের ঘরে ও বাইরে কাটাতে হচ্ছে। এই অবস্থায় স্বাধীন সাংবাদিকতা করা যায় না। এর জন্য সমাজের সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সবাইকে এগিয়ে আসতে হবে।