২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।
আজ রোববার দুপুর পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২০৭ আসন। আর ৮১টি আসনে বিজেপি জয় লাভ করেছে। এছাড়াও স্বতন্ত্র দুইটি, ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন একটি, কংগ্রেস একটি আর রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি একটি আসনে জয়লাভ করেছে। সূত্র আনন্দবাজার পত্রিকা
বিধানসভার মোট ২৯৪টি আসন নির্বাচনের সময়ে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত করা হয়। সরকার গঠন করতে ২৯২টি আসনের মধ্যে ১৪৭টিতে জয় লাভ করতে হবে। ইতোমধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল।
গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়ে শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার অন্তর্বর্তী গড় ৮১ দশমিক ৬ শতাংশ।