হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল (৩০শে এপ্রিল) শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের দেয়া অভিযোগটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে বলে জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, উপজেলা নির্বাহী অফিসারের অভিযোগের ভিত্তিতে পিআইও’কে চুনারুঘাট থেকে আটক করা হয়েছে। তিনি বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। পরে মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। তাকে ১৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ইউএনও’র দেয়া অভিযোগটি দুদক তদন্ত করবে।
হবিগঞ্জের দুদক সমন্বিত কার্যালয়েরে সহকারি পরিচালক মো. এরশাদ মিয়া জানান, মাধবপুর থানা থেকে জানানো হয়েছে ইউএনও’র সাধারণ ডায়রির প্রেক্ষিতে পিআইও’কে আটক করা হয়েছে। এখন তারা সাধারণ ডায়রির কপিটি ফরওয়ার্ড করে পাঠালে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে আত্মসাত করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।