রামপালে একটি ঘেরের ভেড়ীতে গরু যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনটি গরুকে পিটিয়ে গুরুতর জখম করেছেন ঘের মালিক। এতে একটি গরু মারা গেছে, বাকী দুটিও মৃত প্রায়।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারী রামপালের গাববুনিয়ার জিয়াউর রহমান, রকিব ইজারদার ও বনি আমিন জানান, উপজেলার নলবুনিয়া খালের পাশের চারণভূমিতে শুক্রবার তাদের তিনটি গরু বিচরণ করছিল। গরু তিনটি এক পর্যায়ে ঝনঝনিয়ার জামাল উদ্দিনের ছেলে বাবুর (২৮) চিংড়ি ঘেরের ভেড়ী বাঁধে যায়। এ সময় বাবুসহ তার ঘেরের লোকজন গরু তিনটিকে বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে শনিবার সকালে একটি গরু মারা যায়। বাকী দুইটির অবস্থাও আশংকাজনক, যখন তখন মৃত্যুর ঝুঁকি রয়েছে। গরুর মালিকেরা বলছেন, তাদের তিনটি গরুর দাম তিন লাখ টাকা। গরুই তাদের জীবিকার একমাত্র মাধ্যম। তাই ক্ষতিপূরণ দাবী তাদের।
এদিকে এই ঘটনায় শনিবার সকালে রামপাল থানায় অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআই মোঃ বাসার। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।