নাটোরে মাদকসহ দুই নারী ও ওয়ারেন্ট ভুক্ত এক আসামি আটক

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

নাটোরের বাগাতিপাড়ায় দুই নারী মাদক কারবারিসহ এক ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার (১ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কোয়ালিপাড়া নামক এলাকা থেকে দুই নারী মাদক কারবারিকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।অপর দিকে গতকাল রাতে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করা হয়।

আটককৃত দুই নারী মাদক কারবারি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের ফিরোজ আলীর স্ত্রী মলেজান (৫০) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মাস্টার পাড়া গ্রামের হাবিবুরের স্ত্রী মলা (৫৫)। অপরদিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি মতিয়ার রহমান মতিন বাগাতিপাড়া উপজেলা ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের মাধব বাড়িয়া গ্রামের মৃত মফিজ মোল্লার ছেলে বলে জানান, থানার এএসআই কামরুল হাসান।

এবিষয়ে থানার এস আই তারিক বিন খালিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে এএসআই কামরুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া চার রাস্তার মোড় নামক এলাকায় একটি ব্যাটারি চালিত ইজি বাইক থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তারা এই ফেন্সিডিল বিক্রির জন্য বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলারজু হয়েছে, মামলা নম্বর (০১) ০১-০৫-২০২১। তিনি আরো বলেন, এই দুই নারীর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অন্যদিকে এএসআই কামাল ও তানজিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২০১০ সালের ডাকাতি মামলার পলাতক আসামি মতিয়ার রহমান মতিনকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। মতিন’র বিরুদ্ধে ২১-০৪-২০১০ তারিখে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি ডাকাতি চেষ্টার মামলা হয়। মামলা নম্বর-২৫ (২১-০৪-২০১০), ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড জিআর- ১১৩/১০(বড়াই)। মতিন এসসি-৬৭/১২ এর পলাতক আসামি ছিল বলেও জানান এসআই তারিক বিন খালিদ।

- বিজ্ঞাপন -

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩০ বোতল ফেন্সিডিলসহ আটককৃত দুই নারী মাদক কারবারিসহ এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরেই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বলেও জানান ওসি নাজমুল হক।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!