বোরো ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট থাকায় নাটোরের সিংড়ার চলনবিলের ৫জন প্রান্তিক কৃষকের ৪বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল এর নেতৃত্বে ৫৪জন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় চলনবিলের সোহাগবাড়ী ও শোলাকুড়া এলাকার ৫জন ক্ষৃদ্র ও প্রান্তিক কৃষকের ধান কেটে দেয়।
পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সে সব ধান কৃষকের বাড়িতে মাড়াই করে দেয়। এতে করে খুশি ৫জন প্রান্তিক কৃষক। কৃষকরা জানান, অল্প জমি হওয়ার কারনে ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বিষয়টি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মুঠোফোনে জানানো হলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে ৫জন কৃষকের ধান কেটে দেয় ছাত্রলীগ।