জনে জনে ভূ-ধামে করো জারি-জুরি
দলে দল করে ছল ভাবো নিজে পতি,
চরাচরে আশরাফে ভাবিলো প্রমাদে
আপদের সনে দেখা হবে নাকো পদে!
মহামারি খরা ঝড় বশ নাহি মানে
মড়কে ঘটায় নাশ ঝরো বিধিবামে,
টুটিয়া ধরিছে প্রাণ অকাতরে যমে
ধরা হইলো ম্লান আপদের কালে!
ব্যভিচার অবিচার দর্প চূর্ণ নাশে
বালাই দিয়া তিঁনি বেহায়ারে ধ্বস্তে,
স্থির থাকো ক্রান্তিকালে রাসূলে (সা.) কহে
ইমানে আমলে চিনো সর্বশক্তিমানে!