গত ক’দিন হলো শাহজাদপুরে ‘লু’ হাওয়া বইছে। রমজানে অগ্নিঝরা বায়ুপ্রবাহে রোজাদারসহ আবাল-বৃদ্ধ-বণিতা ও প্রাণিকূলের জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সেইসাথে লোডশেডিংয়ের ফলে গরমের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় সর্বসাধারণের জনজীবন বিষিয়ে ও তেঁতো হয়ে উঠেছে। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব রোগে আক্রান্তর সংখ্যা ক্রমশ বাড়ছে।
পৌর এলাকায় কোন সরকারি হাসপাতাল নেই। ৫ কিলোমিটার দূরে পোতাজিয়া হাসপাতাল থাকলেও শিশুদের নিয়ে দূরত্বের কথা ভেবে অনেকেই এই স্থানীয় শিশু হাসপাতালে নিয়ে আসতে দেখা গেছে। চিকিৎসকদের মতে, বৈরি আবহাওয়া ও প্রচন্ড গরমের কারণে জ্বর, ডায়রিয়া রোগেই বেশির ভাগ শিশু আক্তান্ত হচ্ছে। প্রতিদিনই আক্রান্ত নানা বয়সী রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, স্যালাইনসহ তরল জাতীয় ও পুষ্টিকর খাবার বেশি খেতে পরামর্শ দেয়া হচ্ছে।