ভারতের উত্তর প্রদেশে করোনা সংক্রামিত হয়ে মারা গেলেন স্ত্রী। এরপরেই স্ত্রীর মৃতদেহ সাইকেলে চাপিয়ে শ্মশানে নিয়ে যেতে বাধ্য হয়েছেন ৭০ বছরের বৃদ্ধ। গ্রামবাসী নিজের কোভিড সংক্রমণের আশংকা করে এগিয়ে আসেনি।
বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছে সেখানকার পুলিশ।
প্রাদেশিক রাজধানী লক্ষ্ণৌ থেকে ২০০ কিলোমিটার দূরের গ্রাম আম্বাআরপুর গ্রামের বাসিন্দা ঐ বৃদ্ধ দম্পতি।
পুলিশ জানিয়েছে, ওই ব্যাক্তির স্ত্রী কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মরদেহ এ্যাম্বুলেন্সে করে তার গ্রামে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তাকে দাহ করতে নিয়ে যেতে রাজি হয়নি কোনো গ্রামবাসী।
গ্রামবাসীর ভয় ছিল ঐ নারীর মৃতদেহ থেকে গ্রামে করোনা ছড়িয়ে পড়তে পারে। তখন সে বাধ্য হয়ে নিজেই স্ত্রীর মরদেহ সাইকেলে করে শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যালেন্স রাখতে না পারায়, কিছুদূর গিয়ে তিনি পরে যান। তবে পুলিশ বিষয়টি জানার পর তাকে সাহায্যে এগিয়ে আসে। পুলিশ সদস্যরা দ্রুতই এ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছায় এবং তাকে দাহ করতে যা যা প্রয়োজন তার ব্যবস্থা করে দেয়।