মাইকেল কলিন্স – ১৯৬৯ সালে এপোলো ১১ নভোযানে চড়ে চাঁদে মানুষের প্রথম পদার্পণের তিন সদস্যের ক্রুর একজন – মারা গেলেন ৯০ বছর বয়সে।
তিনি বুধবার মারা যান “সাহসের সঙ্গে ক্যান্সার মোকাবেলা করে। তিনি পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে তাঁর শেষ দিনগুলো কাটিয়েছেন।” তাঁর পরিবার বলেছে।
কলিন্স চন্দ্র কক্ষপথে অবস্থান করছিলেন যখন তাঁর দুই সহকর্মী – নেইল আর্মস্ট্রং এবং বাজ এলড্রিন – চাঁদের উপর হাঁটছিলেন।
বর্তমানে এপোলো ১১ এর নভোচারীদের মধ্যে শুধুমাত্র এলড্রিন বেঁচে আছেন। উনার বয়স এখন ৯১ বছর।
কলিন্সের জন্য প্রার্থনা করে তিনি টুইটারে লেখেন, “প্রিয় মাইক, তুমি যেখানেই গিয়ে থাক বা যাবে, তুমি আমাদেরকে ভবিষ্যতে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবার জন্য সবসময় উদ্দীপ্ত করবে। আমরা তোমার অনুপস্থিতি অনুভব করব। তুমি শান্তিতে থাক।”