কাঁটাতারের ওপারে দত্ত পরিবারের সবাইকে নিরাপদে পৌঁছে দিল সোলায়মান। বংশ পরম্পরায় সোলায়মানরা এই দত্তবাড়ির বাঁধা কাজ করে আসছে। খুব বিশ্বাস করে দত্তবাবুরা তাদের। সোলায়মানও বিশ্বাসঘাতকতা করেনি।
একটা জিনিস শুধু চেয়ে রেখেছে বড়োবাবুর কাছে। দাঙ্গায় অকাল প্রয়াত দত্তবাড়ির বড়োছেলে সুখময়ের বিধবা বউ সুলেখা দত্তকে।
সুলেখার নামটা এখন আর সুলেখা নেই।
সোলায়মান রীতিমতো কাজী ডেকে কলেমা পড়ে শাদি করেছে সুলেখাকে। সুলেখার ধর্মান্তর ও নাম পরিবর্তন করে দিয়েছে শরীয়ত মোতাবেক মসজিদের বড়ো ইমামসাহেব। এখন সুলেখার পরিচয় সোলায়মানের ছোটবিবি মোসাম্মত লুৎফুন্নাহার বেগম। লুৎফা, ছোটবউ, ছোটচাচি, ছোট আম্মা সহ নানা সম্বোধনে সুলেখা পরিচিত।
গত কুড়ি বছরের শিক্ষা, অভ্যাস, পরিচয় সব নিমেষে লীন হয়ে গেল কাঁটাতারের এপার আর ওপারের মিমাংসায়।
অনুগল্প: বিনিময়
এই নিবন্ধটি শেয়ার করুন
কবি ও লেখক
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন